শাহজালালে ১৮ লাখ টাকার সিগারেট জব্দ

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৯৬ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। যার বাজার মূল্য আনুমানিক ১৮ লাখ টাকা।
মঙ্গলবার সকালে শারজাহ থেকে ঢাকায় আসা আলম নামে এক বিমানযাত্রীর কাছ থেকে সিগারেটগুলো জব্দ করা হয়। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার রেজাউল করিম জানান, শারজাহ থেকে এয়ার আরাবিয়ার জি-৯৫৪০ বিমানে করে বিমান থেকে নামার পর আলমকে সন্দেহজনকভাবে তল্লাশি করা হয়। তার কাছে থাকা ৫টি ট্রলি ব্যাগ থেকে ইজি ব্র্যান্ডের সিগারেটগুলো জব্দ করা হয়।
আলমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান রেজাউল করিম।
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ/এসআই