শাহজালালে ৫ কোটি টাকার সিগারেট জব্দ

ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ কোটি টাকার আড়াই হাজার কার্টন বিদেশি সিগারেট আটক করেছে শুল্ক অধিদফতরের গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার সকালে নিউজনেক্সটবিডি ডটকম’কে এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট বিভাগের মহাপরিচালক ড. মঈনুল খান। তিনি জানান, এই চালানটিই সম্প্রতি জব্দ হওয়া সিগারেট চালানের মধ্যে সবচেয়ে বড় চালান।
ড. মঈনুল জানান, জব্দ করা সিগারেটের মধ্যে ১ হাজার ৭৪০টি কার্টন দুবাই থেকে এয়ার এরাবিয়ার জি৯-৫২৩-এ আসে। বাকিগুলো কাতার এয়ারের কিউআর-২৮৩ ও কুয়েত এয়ারের কেইউ ২৮৩-এ আসে। আমদানি নীতি আদেশ ভঙ্গ করে এসব সিগারেট আনা হয়েছিল।
সিগারেটের উপর ৪৫০% শুল্ক আরোপযোগ্য হওয়ায় এতে শুল্ক ফাঁকি দেয়ার চেষ্টা করা হয়। মন্ড, ডানহিল, বেনসনস, ইজি ব্র্যান্ডের সিগারেট রয়েছে এর মধ্যে।
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ