
ঢাকা: রাজধানীর শাহবাগের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
রোববার দুপুরে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসাপাতালের সামনে ও ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালের সামনে এই দখলমুক্ত অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ ও মাসুম সর্দারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
সরেজমিনে দেখা যায়, ফুটপাতের ওপর থাকা হকারদের মালামাল রাখার টেবিল, বসার টুলসহ জায়গা দখল করে এমনসব মালামাল হাঁতুড়ি দিয়ে পিটিয়ে ভাঙ্গা হয়। এবং হকারদের ফুটপাত ছেড়ে যাবার নির্দেশ দেয়া হয়।
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট আবু সাঈদ নিউজনেক্সটবিডি ডটকমকেকে বলেন, এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়মিত উচ্ছেদ অভিযানের একটি অংশ। এর আগে গত বুধবার আমরা নিউ মার্কেট এলাকায় এই উচ্ছেদ অভিযান চালিয়েছি এবং এই অভিযান নিয়মিত চলবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হকারদের কোনো আগাম নোটিশ দেয়া হয় না, কারণ তারা স্থায়ী না। আর আজকের অভিযানে এখন পর্যন্ত কোনো আটক, মালামাল জব্দ বা জরিমানা করা হয়নি।
নিউজনেক্সটবিডি ডটোকম/আরকে/এসএনডি/জাই