শিকারীর তাণ্ডব (ভিডিও)

ঢাকা: সব অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ করা হলো চলতি বছরের সবচেয়ে আলোচিত ছবি ‘শিকারীর’ টিসার। শনিবার সন্ধ্যায় ইউটিউব প্রকাশ করা হয় এই টিসারটি। প্রকাশের পরই রীতিমত সাড়া ফেলে দিয়েছে সিনেমাটির টিসার। ঘণ্টা পাড় হতে না হতেই ইতোমধ্যে নয় হাজার বার দেখা হয়েছে টিসারটি।
ঈদে যৌথ প্রযোজনায় মুক্তিপ্রাপ্ত ছবির তালিকায় রয়েছে ঢালিউড কিং শাকিব খানের ‘শিকারী’। আর চলতি বছরের অন্যতম প্রধান আলোচিত সিনেমা এটি। কেননা শাকিব খানের প্রথম যৌথ প্রযোজনা, ব্যতিক্রমধর্মী লুক এবং শ্রাবন্তির সাথে প্রথম জুটি বাঁধা সব দিক থেকেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এই ছবি।
‘শিকারী’ সিনেমাটি যৌথ ভাবে পরিচালনা করছেন বাংলাদেশের জাকির হোসেন সীমান্ত এবং কলকাতার জয়দীপ মুখার্জী।
‘শিকারী’ ছবিতে শাকিব- শ্রাবন্তী ছাড়াও আরো অভিনয় করেছেন রাহুল দেব, সুপ্রিয় দত্ত।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/জাই/ওয়াইএ