
মাদারীপুর: সরকারি নাজিমউদ্দিন কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তী হত্যাচেষ্টার ঘটনায় আটক গোলাম ফায়জুল্লাহ ফাহিমসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
শুক্রবার মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) সারওয়ার হোসেন জানান, বৃহস্পতিবার রাতে এ মামলা দায়ের করা হয়।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে আটক ফাহিম শিক্ষক হত্যাচেষ্টায় জড়িত চারজনের নাম বলেছে। মামলায় ফাহিমসহ ওই চারজনের নাম উল্লেখ করা হয়েছে। শুক্রবার ফাহিমকে মাদারীপুরের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ।
কলেজশিক্ষক রিপন চক্রবর্তী কলেজগেট সংলগ্ন ভাড়া বাসার একটি ছোট কক্ষে একা থাকতেন। বুধবার দুপুরে কলেজ থেকে ফিরে বাসায় ঢোকার সময় বিকাল সাড়ে ৪টার দিকে ৩ যুবক তাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। শিক্ষকের চিৎকারে কলেজগেট এলাকার লোকজন দ্রুত এগিয়ে এসে ফাহিমকে আটক করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/ওয়াইএ