
ঢাকা: ধর্ম অবমাননার অভিযোগ তুলে নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট’র (সেএমএম) বিচারকের নেতৃত্বে ঘটনা তদন্ত করে ৩ নভেম্বর প্রতিবেদন দাখিল করারও নির্দেশ দেন আদালত। পরবর্তী শুনানির জন্য ৬ নভেম্বর দিন ঠিক করেছেন আদালত।
ঘটনার বিষয়ে প্রতিবেদনের ওপর শুনানি করে বুধবার হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে শিক্ষকের পক্ষে সিনিয়র আইনজীবী এমকে রহমান ও মহসীন রশীদ উপস্থিত ছিলেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
৪ আগস্ট দুপুরের দিকে ওই ঘটনায় সংসদ সদস্য সেলিম ওসমানের সম্পৃক্ততা নেই বলে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে প্রতিবেদন জমা দেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি)।
৯ জুন শিক্ষক লাঞ্ছনার ঘটনায় করা সাধারণ ডায়েরির তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আদালতে দাখিল করতে পুলিশ সুপার ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
নিউজনেক্সটবিডি ডটকম/এফএইচ/এসজি