
বরিশাল: মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীর ওপর হামলার ঘটনায় ফাইজুল্লাহ ফাহিমের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রতিনিধি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট সাইদুর রহমান শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে শুনানি করেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুকদেব রায় ও ডিবি পুলিশের যৌথ কঠোর প্রহরায় বিকেল ৩টা ৫০ মিনিটে তাকে আদালতে হাজির করা হয়। পুলিশের পক্ষ থেকে ১৫ দিনের রিমান্ড আবেদন করা হলে, আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরে আদালত থেকে ফাহিমকে ব্যাপক পুলিশি প্রহরায় সদর থানায় নিয়ে যাওয়া হয়।
সুকদেব রায় জানান, শিক্ষক রিপন চক্রবর্তীর ওপর হামলার মামলায় আটক ফাহিম জঙ্গিসংশ্লিষ্ট ব্যক্তি এ ব্যাপারে পুলিশ নিশ্চিত।
ফাইজুল্লাহ পুলিশকে গত কয়েকদিন বিভ্রান্তিকর তথ্য দেয়ায় বিভিন্ন জায়গায় বৃথা অভিযান চালানো হয়। এখন ১০ দিনের রিমান্ড মঞ্জুর হওয়ায় বিস্তারিত জঙ্গি নেটওয়ার্কের তথ্য জানা যাবে বলেও জানান তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এসজি/জাই