
নেত্রকোনা: অসাম্প্রদায়িক মূল্যবোধের ধারক, বিশিষ্ট শিক্ষাবিদ, স্বাধীনতা ও বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক, প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকারের ৮১তম জন্মদিন বৃহস্পতিবার।
এ উপলক্ষে নতুন প্রজন্মকে জাগাতেই ‘যতীন সরকার এর জন্মদিন উদযাপন পর্ষদ নেত্রকোনা’ আয়োজন করেছে নানা অনুষ্ঠানের।
পর্ষদের সদস্য সচিব মো. খায়রুল হক আরও জানান, স্থানীয় অজহর রোডের উদীচী কার্যালয়ে দিবসটি পালন উপলক্ষে বিকেল ৫টায় শুরু হবে জন্মদিন উদযাপন।
তিনি দীর্ঘদিনশিক্ষকতা পেশায় কর্মরত ছিলেন। ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে বাংলা বিভাগে শিক্ষকতা থেকে গত ২০০২ সালে অবসরে যান। এরপর ২০০৫ সালে তিনি নেত্রকোনায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। দুই সন্তানের মাঝে ছেলে রয়েছেন প্রবাসে। মেয়ে চাকরি আর সংসার নিয়ে ব্যস্ত। স্ত্রীর সঙ্গে নিজ বাড়ি ‘বানপ্রস্থ’তে লেখক সময় কাটান বই পড়ে। সেই সঙ্গে এখনও লিখে যান অসাম্প্রদায়িক চিন্তা চেতনাকে বিকশিত করার লক্ষ্যে।
এ পর্যন্ত ৪০টির বেশি বই প্রকাশিত হয়েছে। প্রথম প্রকাশিত বই ছিল ‘সাহিত্যের কাছে প্রত্যাশা’। এছাড়াও খুব জনপ্রিয় হয়েছে লেখকের ‘পাকিস্থানের জন্ম মৃত্যু দর্শন’ বইটি।
অন্যান্যের মধ্যে লেখকের উল্লেখযোগ্য বাঙ্গালীর সমাজতান্ত্রিক ঐতিহ্য, প্রাকৃতজনের জীবন দর্শন, বাংলাদেশের কবিগানসহ বিভিন্ন বই বেশ আলোচিত ও জনপ্রিয়তা পেয়েছে।
প্রতিবেদন ও সম্পাদনা : শিপন আলী