
ঢাকা: গত বেশ কয়েক বছর ধরে গণমাধ্যম থেকে নিজেকে প্রায় গুটিয়েই নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নায়িকা সিমলা। অভিনয় জীবনের শুরু থেকেই শিডিউল বিতর্ক পিছু ছাড়ছেনা জনপ্রিয় এই চলচ্চিত্র অভিনেত্রীর।
বর্তমানে যে অভিযোগটি সিমলাকে ঘিরে ঘুরপাক খাচ্ছে তা হল শিডিউল বিড়ম্বনা। নতুন করে এই বিতর্কে তিনি জড়িয়েছেন ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নামক চলচ্চিত্রে কাজ করা নিয়ে। শিডিউল বিড়ম্বনার সাথে সাথে এবারে যোগ হয়েছে পরিচালককে র্যাবের ভয় দেখানো। এ অবস্থায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কাছে প্রতিকার চেয়ে ১১ আগস্ট দুপুরে অভিযোগপত্র জমা দিয়েছেন তরুণ পরিচালক রুবেল আনুশ। আর ঘটনার সূত্রপাত ১১ আগস্ট সকালে। সে সময় মুঠোফোনে পরিচালককে হুমকি দিয়ে বলেছেন, ‘শুটিং স্পটে এসে তোর জিহ্বা ছিঁড়ে ফেলবো!’ আর এমনটাই দাবি করেছেন পরিচালক রুবেল আনুশ।
পরিচালক আরো অভিযোগ করেন ৮ আগস্ট শুটিং এর দিনে সকালেই শিমলার বাসায় গাড়ি পাঠানো হলে তিনি গাড়িতে উঠলেও শুটিং স্পটে না এসে সারাদিন শুটিং এর গাড়ি নিয়ে ব্যক্তিগত কাজ সারেন তিনি। শেষ বিকেলে শুটিং স্পটে পৌঁছালেও দিনের আলো ততক্ষণে কমে আসায় শুটিং করতে পারেননি পরিচালক। বাধ্য হয়ে তাকে লোকশান গুণতে হয়েছে ৭০,০০০ টাকা। বিষয়টি নিয়ে আইনী ব্যবস্থা নিবেন বলেও জানিয়েছেন তরুণ পরিচালক রুবেল আনুশ।
নিউজনেক্সটবিডি ডটকম/এসটিই/টিএস