
মানিকগঞ্জ: বিএনপির ভ্যান গার্ড হিসেবে বিবেচিত দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠন ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার দুপুরে শিবালয় উপজেলা বিএনপি কার্যালয়ে নানা কর্মসুচিতে পালিত হয়েছে।
আরিচায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে নেতা-কর্মীরা ছিল বেশ উৎফুল্ল। থানা ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি নেতা সিরাজুল ইসলাম, আলী আশরাফ রাবুল, সত্যেন কান্ত পন্ডিত ভজন, এসএম বাবুল হোসেন বাবু, গোলম ফারুক খান, ছাত্রনেতা সোহেল, নুরুজ্জামান, আরঙ্গ, মনির, সুমন ও জাহিদ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, নানা চড়াই-উৎরাই পেরিয়ে ৩৭ বছর পার করে ৩৮ বছরে পা রাখল শহীদ জিয়ার অন্যতম সৃষ্টি ছাত্রদল। যা বিএনপির ভ্যানগার্ড হিসেবে বিবেচিত হয়। প্রায় এক দশক ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির বিগত আন্দোলন সংগ্রামে ছাত্রদলের ভূমিকা ছিল লক্ষ্যণীয়।
শাহজাহান বিশ্বাস (মানিকগঞ্জ), সম্পাদনা: জাহিদ