
মানিকগঞ্জ: জেলার শিবালয়ে টর্নেডোতে গাছপালা, ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে ছয় জন আহত ও দশ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
রোববার বেলা দেড়টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট ও আশপাশের এলাকায় টর্নেডো আঘাত হানে। এতে আরিচা ঘাটের ৪/৫টি দোকান ঘরসহ প্রায় অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়।
টর্নেডোর আকস্মিক আঘাতে ছয় জন আহত হয়েছেন। আহতরা হলেন, বিল্লাল মন্ডল (৩৫), মোঃ শহিদুল ইসলাম (৪৫), বারেক (৪০), আব্দুর রশিদ (৪৫), রফিকুল ইসলাম (২০), মোঃ রাকিব হোসেন (২২। এরমধ্যে বিল্লাল মন্ডলের ঘাড়ে টিনের আঘাতে কেটে গিয়ে গুরুতর জখম হয়। এদেরকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
টর্নেডোতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে জানা গেছে। আরিচা ঘাটের রড-সিমেন্টের ব্যবসায়ী রাকিব হোসেন জানান, ঝড়ে তার চৌচালা টিনের ঘরের চাল উড়ে গেছে।ফলে ঘরে রাখা সিমেন্ট বৃষ্টিতে ভিজে নস্ট হয়ে যায়। এতে তার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।
এছাড়া আরিচা ৩ নং ঘাটের কাছে দেবেন সাহার দোকান ঘরের ওপর, গাছ পড়ে দুমড়ে-মুচড়ে যায়। শিবালয় উপজেলা চেয়ারম্যানের অফিস ও গুদাম ঘরের টিনের চালাও টর্নেডো উড়িয়ে নিয়ে যায়।
শিবালয়ে পল্লী বিদ্যুতের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা আকতার হোসেন জানান, টর্নেডোতে কম পক্ষে ১০/১২ টি স্থানে বিদ্যুতের তারের ওপর গাছপালা পড়ার ফলে তার ছিঁড়ে যায়। এসব ঠিক করতে এক/দু’দিন সময় লাগবে।
প্রতিবেদন: প্রতিনিধি, সম্পাদনা: ফারহানা করিম