Friday, July 15th, 2016
শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সঙ্কট
July 15th, 2016 at 6:55 pm
শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সঙ্কট

মানিকগঞ্জ: জেলার শিবালয় উপজেলার শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটের কারণে শিক্ষাকার্যক্রম ব্যহত হচ্ছে। দীর্ঘ দিন ধরে এ সংকট চলছে কিন্তু কর্তৃপক্ষ রয়েছে নিরব। ফলে শিক্ষার্থীদের লেখা-পড়ায় ব্যঘাত ঘটচ্ছে। এতে বিদ্যালয়ের ফলাফল খারাপ হওয়ার আশংকায় ভুগছেন অভিভাবকরা।

জানা গেছে, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এ বিদ্যালটি প্রায় সাত একর জায়গায় ক্যাম্পাস, আরিচা ঘাটে অবস্থিত অর্ধ শতাধিক দোকান-পাট ও অন্যান্য সম্পত্তিসহ ‘৮৬ সালে জাতীয়করণ করা হয়। এরপর থেকেই সরকারি নিয়মে নির্ধারিত ৬০০শিক্ষার্থীর জন্য এ বিদ্যালয় পরিচালিত হয়ে আসছে।

যেখানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় নির্দিষ্ট শিক্ষার্থী অনুযায়ী ১৬ জন নিয়মিত শিক্ষক থাকার কথা। কিন্তু, শুরু থেকেই এখানে তা নেই। বিভিন্ন সময় নানা কারণে এ বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা আরো কমতে থাকে। বর্তমানে উক্ত বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ মোট ৭ জন শিক্ষক রয়েছে।

পাঁচ বছর আগে ঢাকার একটি নামী স্কুল থেকে পারভীন ফজিলাকে এ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। তখন থেকেই সহকারি প্রধান শিক্ষক পদসহ আটটি পদে শিক্ষক স্বল্পতা ছিলো।

ভুক্তভোগী শিক্ষার্থী-অভিভাবকরা অভিযোগ করেন, দীর্ঘদিন এ অবস্থা চলতে থাকায় পাঠদানসহ একাডেমিক কার্যক্রমে নানা স্থবিরতা সৃষ্টি হয়েছে। এতে, জিএসসি ও এসএসসি পরিক্ষায় কাংক্ষিত ফলাফল না পাওয়ায় সংশ্লিষ্টদের মঝে ক্ষোভ ও হতাশা বৃদ্ধি পায়।

অভিযোগ রয়েছে, বিদ্যালয়ে প্রয়োজনীয় বেঞ্চ, ফ্যান, শিক্ষক-কর্মচারী সঙ্কটসহ তুচ্ছ ঘটনা নিয়ে কয়েক মাস যাবৎ কতিপয় শিক্ষকের নেতিবাচক প্রভাব ও অসহযোগিতার কারনে প্রধান শিক্ষক পারভিন ফজিলা অন্যত্র বদলী হন। বদলীর কারনে এ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এম সামসুল আলম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন।

সামসুল আলম জানান, গত ২৩ জুন ইস্যুকৃত আদেশ অনুযায়ী ১০ জুলাই পারভীন ফজিলা দায়িত্ব হস্তান্তর করেন। প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকা ও  প্রধান শিক্ষকের বদলীতে স্বাভাবিক শিক্ষা র্কাক্রমে স্থবিরতার আশঙ্কা করা হচ্ছে।

নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমআই/জাই

 


সর্বশেষ

আরও খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল ১৪ নভেম্বর পর্যন্ত

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল ১৪ নভেম্বর পর্যন্ত


শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়লো ৩১ অক্টোবর পর্যন্ত

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়লো ৩১ অক্টোবর পর্যন্ত


এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ হলো র‌্যাগ ডে

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ হলো র‌্যাগ ডে


অষ্টম শ্রেণির মূল্যায়ন হবে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে

অষ্টম শ্রেণির মূল্যায়ন হবে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে


শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আবারো ৩ অক্টোবর পর্যন্ত বাড়ল

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আবারো ৩ অক্টোবর পর্যন্ত বাড়ল


এবার পিইসি হচ্ছে না

এবার পিইসি হচ্ছে না


স্কুল-কলেজ খোলার মতো অবস্থা নেইঃ মন্ত্রিপরিষদ সচিব

স্কুল-কলেজ খোলার মতো অবস্থা নেইঃ মন্ত্রিপরিষদ সচিব


সেপ্টেম্বরে স্কুল খোলার মতো পরিবেশ হয়নিঃ সচিব

সেপ্টেম্বরে স্কুল খোলার মতো পরিবেশ হয়নিঃ সচিব


অনুকূল পরিবেশ পেলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ১৫ দিনের মধ্যে এইচএসসি পরীক্ষা

অনুকূল পরিবেশ পেলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ১৫ দিনের মধ্যে এইচএসসি পরীক্ষা


প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাঃ প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন প্রস্তাব

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাঃ প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন প্রস্তাব