
ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সিঙ্গাপুরের স্পিকার এমডিএম হালিমাহ্ ইয়াকোব শুক্রবার এক সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন।
সাক্ষাৎকালে সিঙ্গাপুরের স্পিকার বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর আসায় তাকে ধন্যবাদ জানান।
এমডিএম হালিমাহ্ ইয়াকোব এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে সিঙ্গাপুরে রাষ্ট্রীয় সফরে আসার আমন্ত্রণ জানান। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারও তাকে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে আসার আমন্ত্রণ জানান।
ড. শিরীন শারমিন চৌধুরী সিঙ্গাপুরের ৫১তম স্বাধীনতা দিবস উপলক্ষে সেদেশের জনগণকে শুভেচ্ছা জানান।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শারীরিক চেক আপের জন্য বর্তমানে সিঙ্গাপুর অবস্থান করছেন এবং শনিবার তিনি দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।
নিউজনেক্সটবিডি ডটকম/বিজ্ঞপ্তি/এফকে/জাই