Tuesday, July 12th, 2016
শিল্পকলায় মঞ্চায়িত হবে ‘গহনযাত্রা’
July 12th, 2016 at 10:53 am
শিল্পকলায় মঞ্চায়িত হবে ‘গহনযাত্রা’

ঢাকা: শিল্পকলা একাডেমিতে শিগগিরই মঞ্চায়ন হতে যাচ্ছে পদাতিক নাট্য সংসদ (টিএসসি) প্রযোজিত নাটক ‘গহনযাত্রা’। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হলো ‘গহনযাত্রা’র কারিগরি  মঞ্চায়ন। রুবাইয়াৎ আহমেদের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ  চক্রবর্তী।

এই ভূখণ্ডের কোন এক স্থানে জন্ম নেয় উগ্রপন্থার। সেই উগ্রপন্থার  অনুসারীরা বিপরীত সব মতবাদ প্রত্যাখ্যান করে শুধুমাত্র একটি মতবাদকেই  প্রতিষ্ঠা করতে চায়। এজন্য তারা চালায় ধ্বংসলীলা,  বইয়ে দেয় রক্তগঙ্গা,  হত্যা করে অগণিত মানুষ, ধর্ষিত হয় অসংখ্য নারী। ভিন্ন মতাদর্শের এক ক্ষুদ্র  সম্প্রদায়ের মানুষদের তারা ধরে নিয়ে বন্দী করে রাখে। বন্দীদশা থেকে পালাতে চায় অনেকে। কিন্তু মারা পড়ে তারা।

শুধু একজন বেঁচে যায়; সালমা। বেঁচে গিয়ে ফিরে আসে সালমা, খোলা প্রান্তরে পড়ে থাকা লাশগুলো সমাহিত করবে বলে। এই সময়ে সালমা নিজের অভ্যন্তরে টের পায় অপর কারো অস্তিত্ব। সেই অস্তিত্ব সঙ্গী  হয় তার।

মৃতদের কবর দেবার পর সালমা খোঁজ করে তার প্রার্থিত পুরুষের। খুঁজে পায় ল্যাম্পপোস্টে ছিন্নমস্তক ঝুলে আছে সেই পুরুষের। সালমা ধরা পড়ে  উগ্রপন্থিদের হাতে। তাকে ধর্ষণের পর আগুনে পুড়িয়ে হত্যার জন্য নিয়ে যাওয়া  হয় বধ্যভূমিতে। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী। নাটকটিতে একক অভিনয়  করেছেন শামছি আরা সায়েকা।

নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই


সর্বশেষ

আরও খবর

দ্য ডেইলি হিলারিয়াস বাস্টার্ডস

দ্য ডেইলি হিলারিয়াস বাস্টার্ডস


করোনা নিয়ে ওবায়দুল কাদেরের কবিতা

করোনা নিয়ে ওবায়দুল কাদেরের কবিতা


পাথর সময় ও অচেনা বৈশাখ

পাথর সময় ও অচেনা বৈশাখ


৭২-এর ঝর্ণাধারা

৭২-এর ঝর্ণাধারা


বইমেলায় আলতামিশ নাবিলের ‘লেট দেয়ার বি লাইট’

বইমেলায় আলতামিশ নাবিলের ‘লেট দেয়ার বি লাইট’


নাচ ধারাপাত নাচ!

নাচ ধারাপাত নাচ!


ক্রোকোডাইল ফার্ম

ক্রোকোডাইল ফার্ম


সামার অফ সানশাইন

সামার অফ সানশাইন


মুক্তিযুদ্ধে যোগদান

মুক্তিযুদ্ধে যোগদান


স্বাধীনতার ঘোষণা ও অস্থায়ী সরকার গঠন

স্বাধীনতার ঘোষণা ও অস্থায়ী সরকার গঠন