
ঢাকা: নূপুরের নিক্বণে নৃত্যের ছন্দে মুখর হয়ে উঠেছে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। নৃত্য সবচেয়ে প্রাচীন শিল্পমাধ্যম। শরীরী শৈলীর মাধ্যমে দর্শকের হূদয়ে নাড়া দেয়। প্রকাশ করে নিজস্ব শিল্প-ভাষা। নৃত্যের ছন্দোবদ্ধ উপস্থাপনার সঙ্গে অভিনয় শৈলী মুগ্ধতা ছড়াল দর্শকদের হূদয়ে।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার আয়োজনে সারাদেশের ১৬টি নৃত্য সংগঠন অংশ গ্রহনে শুরু হলো আট দিনব্যাপী জাতীয় নৃত্যনাট্য উৎসব।
সোমবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে দ্বিতীয় জাতীয় নৃত্যনাট্য উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব আকতারী মমতাজ ও নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন প্রবীণ নৃত্যশিল্পী রাহিজা খানম ঝুনু ও নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে ফারহানা চৌধুরী বেবীর পরিচালনায় বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস পরিবেশন করে নৃত্যনাট্য ‘নকশী কাঁথার মাঠ’।
এই উদ্বোধনী আয়োজনে বড় আকর্ষণ ছিলেন স্বনামখ্যাত নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। এতে আরো অংশ নেন আব্দুর রশিদ স্বপন, সেলিনা হক, আফরোজা কামাল গীতা, আবদুল মতিন প্রমুখ।
মঙ্গলবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বগুড়ার আমরা কজন শিল্পীগোষ্ঠী মঞ্চস্থ করবে ‘বারামখানা’ ও ‘শ্যামা’ নৃত্যনাট্যটি পরিবেশন করবে ঢাকার নৃত্যালোক।
প্রতিবেদক: প্রতিনিধি, সম্পাদনা: শিপন আলী