
ঢাকা: চলচ্চিত্র অভিনয় শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার জহির রায়হান কালার ল্যাবের সামনে অনুষ্ঠিত হয় এই আয়োজন। আর এই ইফতার মাহফিলে আসে চলচ্চিত্রের বহু শিল্পীরা। সব মিলিয়ে দীর্ঘ দিন পরে যেন তারকাদের মেলায় পরিণত হয়েছিল বিএফডিসি।
এসময় শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা শাকিব খান জানান, প্রতি বছরের মতো এবারও ইফতার মাহফিলের আয়োজন করেছি। তবে একটু ভিন্ন আঙ্গিকে এ আয়োজনটি সাজানো হয়েছে।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান জানান, ইচ্ছা থাকা সত্ত্বেও আমি অনুষ্ঠানে থাকতে পারলাম না কারণ শুটিংয়ের কারণে শনিবার সকালে কলকাতা চলে এসেছি। এ আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী ভিশন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অভিনেতা হাসান ইমাম, ওমর সানি, নিরব, সানু সুবা, সাদেক বাচ্চু, মিজু আহামেদ, নায়িকা অঞ্জনা, চম্মা, রোজিনা, মৌসুমী, মুনমুনসহ আরো অনেকে।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/জাই