শিল্প এলাকায় ২ ও ৩ জুলাই ব্যাংক খোলা
ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের বেতন বোনাস দেয়ার সুবিধার্থে দেশের শিল্প এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো আগামী ২ ও ৩ জুলাই খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা বৃহস্পতিবার এ তথ্য জানান।
তিনি বলেন, শ্রমিকদের বেতন বোনাস দেয়ার সুবিধার্থে গাজীপুর, আশুলিয়া, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও সাভার এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো আগামী ২ ও ৩ জুলাই খোলা থাকবে। এ ব্যাপারে ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া হবে বলে তিনি জানান।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ৪ জুলাই ছুটি ঘোষণা করায় টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/জাই