
নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সট বিডি ডট কম
জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের বিশ্লেষণমূলক এক প্রতিবেদন প্রকাশিত হয় গত বুধবার তা পর্যালোচনা করলে দেখা যায়; শিশুবিয়ের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় শীর্ষে এবং বিশ্বে অষ্টম অবস্থানে বাংলাদেশ। প্রতিবেদন বলছে, গত এক দশকে শিশুবিয়ে ধারাবাহিকভাবে কমা সত্ত্বেও বাংলাদেশে ৫১ ভাগ তরুণীর শৈশবে বিয়ে হয়েছে। ১৮ বছর হওয়ার আগেই বাংলাদেশে ৩ কোটি ৪৫ লাখ নারীর বিয়ে হয়েছে। আর ১৫ বছর হওয়ার আগে বিয়ে হয়েছে ১ কোটি ৩ লাখ নারীর।
আরও পড়ুন : পদ্মা সেতু: মধুর প্রতিশোধ নিলেন শেখ হাসিনা
অগ্রগতি সত্ত্বেও দক্ষিণ এশিয়ায় এখনো প্রতি চারজন তরুণীর মধ্যে ১৮ বছর হওয়ার আগেই একজনের বিয়ে হচ্ছে বলে জানায় সংস্থাটি। বাল্যবিবাহ প্রতিরোধের জন্য সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন কাজ করলেও রাতের অন্ধকারে ঘটে যায় অনেক বাল্যবিবাহের ঘটনা। এই সম্পর্কে জানার পরেও কোনো পদক্ষেপ নেয় না প্রতিবেশি কিংবা জনপ্রতিনিধিদেরও অনেকে।
যেসব শিশুর শৈশবে বিয়ে হয়ে যায়, তাদের তাৎক্ষণিক এবং জীবনভর এর পরিণতি ভোগ করতে হয়। তাদের স্কুলে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভাবনা খুবই কম থাকে এবং তারা অল্প বয়সে গর্ভধারণের বাড়তি ঝুঁকির সম্মুখীন হয়। ফলে শিশু ও মাতৃস্বাস্থ্যের জটিলতা ও মৃত্যুর ঝুঁকি বাড়ায়। শিশুবিয়ের এই প্রচলন মেয়েদের পরিবার ও বন্ধু-বান্ধব থেকেও বিচ্ছিন্ন করতে পারে এবং তাদের নিজেদের কমিউনিটিতে অংশগ্রহণ থেকে বঞ্চিত রাখতে পারে, যা তাদের মানসিক স্বাস্থ্য ও সার্বিক কল্যাণের ওপর ব্যাপক প্রভাব ফেলে।