শিশুর বিকাশে সচেতন হোন

ডেস্ক: শিশুরা দেশের সম্পদ। প্রতিটি শিশুর ব্যক্তিত্ব বিকাশে চাই বাড়তি সচেতনতা। প্রাথমিক পর্যায়ে একটু অবহেলাই আপনার শিশুর জীবনে কাল হয়ে দাঁড়াতে পারে। তাই শিশুর বিকাশে সচেতন হতে হবে। শিশুদের ব্যক্তিত্ব বিকাশে সবচেয়ে বেশী অবদান রাখতে পারে তার মা বাবা।
প্রকৃতির নিয়মেই একটি শিশু বেড়ে ওঠে, বেড়ে ওঠে তার মেধা ও মনন। শিশুর এই মানসিক বিকাশ অনেকখানিই নির্ভর করে তার পরিচর্যার উপর। শিশুর সুষ্ঠু মানসিক বিকাশে অভিভাবকদেরও তাই কিছু দায়িত্ব ও করণীয় আছে।
কিছু বিষয় নজরে রাখুন:
- শিশুরা দুষ্টমি করবেই, এটাই তাদের স্বাভাবিক বৈশিষ্ট। তাকে সারাক্ষণ কড়া শাসনের মধ্যে রাখবেন না।
- সুস্থ ও স্বাভাবিক শিশু স্বভাবতই চঞ্চল। তাকে প্রতিনিয়ত উৎসাহ দিন এবং শক্তি ও সাহস যোগান। অহেতুক ভয় দেখিয়ে তার কাজ গুলোতে বাধা দেবেন না। তার মনে ভয় ঢুকাবেন না।
- শিশুকে ছবি দেখান। গল্প বলুন। তাকে ছবির বই এর বিভিন্ন প্রাণী, ফুল, ফল এবং প্রাকৃতিক জিনিসের নাম, রং চিনিয়ে দিন।
- শিশুর মনে সারাক্ষণই নানা প্রশ্ন ঘুরপাক খায়। তার কৌতুহলী প্রশ্নগুলো এড়িয়ে যাবেন না, উত্তর দিন বুদ্ধি খাটিয়ে। কখনো ধমক দিবেন না।
- বেড়াতে বের হোন এবং চারপাশের সবকিছুর সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিন।
- শিশু সঠিক কাজ করলে তাকে প্রশংসা করুন। তাকে বাহবা দিন আর ভুল কিছু করলে বকাবকি বা শাস্তি না দিয়ে ভালভাবে শুধরে দিন।
- শিশুকে পরনির্ভরশীল করবেন না। নিজের কাজ করে ফেলার শিক্ষা দিন।
- শিশুর সামনে ঝগড়া ঝাটি, কান্নাকাটি, জিনিস ছুঁড়ে শব্দ করা, বকা বা মারধোর করা ইত্যাদি করা থেকে দূরে থাকুন।
- লেখাপড়ার পাশাপাশি শিশুকে খেলাধুলা বা অন্যকিছুতে উৎসাহ দিন। তার হাতে পেন্সিল, কাগজ দিয়ে ছবি আঁঁকা শেখান।
গ্রন্থনা: ময়ূখ