
ঢাকা: যুব, নারীদের জন্য আলাদা অধিদফতর থাকলে শিশুদের জন্য কেন নয়? –এমন প্রশ্ন উত্থাপন করে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘শিশুদের জন্য আলাদা অধিদফতর চাওয়া কোনো অতিরিক্ত চাওয়া নয়।’
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘মন্ত্রণালয়ের অধীনে এজন্য শিশুদের জন্য আলাদা একটি অধিদফতর করার বিষয়টি অনেক দিন ধরেই ভাবা হচ্ছে। শিশুদের উন্নয়ন করার অর্থই হচ্ছে দেশের উন্নয়ন নিশ্চিত করা।’
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে শিশু বিষয়ক আলাদা অধিদফতর গঠন বিষয়ে নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
১০টি আন্তর্জাতিক ও দেশীয় সংস্থার জোট চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ এ মতবিনিময় সভার আয়োজন করে। মানবাধিকার কর্মী সুলতানা কামালের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এবং জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য কাজী রিয়াজুল হক।
সুলতানা কামাল বলেন, ‘দেশে মোট জনসংখ্যার ৪৫ শতাংশ শিশু। দেশে এখনো ৪৭ লাখ শিশু সুযোগের বাইরে রয়েছে। তারা শ্রমজীবী, পথে বা বাসাবাড়িতে থাকা শিশু। কেন তারা এ ধরনের পরিবেশে থাকতে বাধ্য হবে? আলাদা অধিদপ্তর হলে শিশু সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা সহজ হবে।’
সভায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রকল্প, বাংলাদেশ শিশু অধিকার ফোরাম, মানুষের জন্য ফাউন্ডেশন, সেভ দ্য চিলড্রেন, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে