
ঢাকা: শিশুর প্রতি নির্যাতন (হত্যা, ধর্ষণ) গুরুতর হলে তার বিচার কোন আইনে বা কোন আদালতে হবে সে বিষয়ে শিশু আইনের অস্পষ্টতা দূরীকরণ প্রশ্নে দুই সচিবের কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট।
আাগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও ড্রাফটিং বিভাগের সচিব এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে এ ব্যাখ্যা আদালতে দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।
রোববার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির ও সহকারি অ্যাটর্নি জেনারেল মো. শহীদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
আদালত বলেন, এই আইন প্রণয়নের সঙ্গে যারা জড়িত তাদের মতামতসহ ব্যাখ্যা জানা প্রয়োজন। তাই সাত দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।
শেখ একেএম মনিরুজ্জামান কবির সাংবাদিকদের বলেন, এক সপ্তাহের মধ্যে দুই সচিবকে শিশু আইন বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ২৬ আগস্ট দিন ধার্য করেন হাইকোর্ট।
গত মঙ্গলবার (৯ আগস্ট) শিশু নির্যাতন সংক্রান্ত একটি মামলার শুনানি শেষে রায়ের জন্য রোববার (১৪ আগস্ট) ধার্য করেছিলেন হাইকোর্ট। কিন্তু আদালত রায় ঘোষণা না করে এ বিষয়ে সচিবদের কাছে ব্যাখ্যা চেয়েছেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এফএইচ/এফকে/জাই