
ঢাকাঃ রাজধানী ঢাকার সবুজবাগ থানার অন্তর্ভুক্ত বাসাবো এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে নিলুফা আক্তার (১০) নামে এক শিশুগৃহকর্মীর ঝুলন্ত লাশ। বুধবার সকালে নুরুল আমিনের বাসার রান্নাঘরে রড়ের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত লাশটি উদ্ধার করেছে সবুজবাগ থানা পুলিশ।
‘এ ঘটনায় গৃহকর্তা নুরুল আমিন ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ’
এ ঘটনায় গৃহকর্তা নুরুল আমিন ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। দু’জনেই দাবি করেছেন নিলুফার মৃত্যুর কারন আত্মহত্যা। তবে তার বড় বোন সাবিনা আক্তার অভিযোগ করেছেন নিলুফাকে খুন করা হয়েছে বলে।
রংপুরের বদরগঞ্জের শিবপুর এলাকার দুলাল মিয়ার কন্যা নিলুফা গত ১০ মাস ধরে ওই বাসায় কাজ করে আসছিল। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আগে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যাচ্ছে না বলে জানিয়েছেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুদ্দুস ফকির।
নিউজনেক্সটবিডিডটকম/এসকেএস/টিএস