
ঢাকা: শিশু ধর্ষণ ও নির্যাতনের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। একই সঙ্গে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
বুধবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অতিরিক্ত জেলা জজ, দায়রা জজ ও সমপর্যায়ের জুডিশিয়াল অফিসারদের রিফ্রেশার কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন
তিনি বলেন, দিনাজপুরের পার্বতীপুরের ৫ বছরের শিশু পূজাকে ধর্ষণের মামলায় অভিযুক্তদের বিষয়ে প্রমাণাদি পাওয়া গেলে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি যাতে দেওয়া হয়। যেন এসব অপরাধ করতে কেউ উদ্যোগী না হয়।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক বিচারক খন্দকার মুসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন আইন ও বিচার মন্ত্রনালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।
তিনি বলেন, শিশু নির্যাতনের এসব মামলায় যাতে বিচার দীঘসূত্রিতা না হয় তার জন্য অ্যাটর্নি জেনারেল অফিসকে বলবো।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এ ধরণের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবে এবং তার বিচারিক কাজ দ্রুত সময়ে হবে আমি আশা করবো ধর্ষণে অভিযুক্তদের সব্বোর্চ শাস্তি হবে।যাতে ভবিষ্যতে এ ধরণের অপরাধ করতে কেউ সাহস না পায়।
দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার ৫ বছরের ধর্ষিত শিশু পূজাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
এদিকে এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলি। ধর্ষণে জড়িত থাকার অভিযোগ শিশুর বাবা ঘটনার দুইদিনের মাথায় দুইজনকে আসামি করে মামলা করেছেন। মামলার আসামিরা হলেন স্থানীয় সাইফুল ইসলাম (৪২) ও আফজাল হোসেন (৪৮)। এর মধ্যে সাইফুল ইসলামকে দিনাজপুর শহর থেকে গ্রেফতার করা হয়েছে।
শিশুটির বাবা সুবল দাস জানান, খেলাধূলার জন্য পূজা পুতুল নিয়ে বাড়ির পাশে মাঠে যায়। ঠিক সে সময়ে একই গ্রামের মানুষরূপী দুই দানব শিশুকে কৌশলে তুলে নিয়ে যায়। এরপর পাশের একটি হলুদ ক্ষেতে নিয়ে কোমল শরীরে চালায় নির্যাতন।
মেয়ের খোঁজ না পেয়ে ১৮ অক্টোবর মঙ্গলবার থানায় জিডি করেন শিশুর বাবা। ১৯ অক্টোবর বুধবার ভোরে স্থানীয়রা অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে।পরিবারের দাবি— শিশুকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের পর ছয়দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির চিকিৎসা চলে। পরে উন্নত চিকিৎসার জন্য ২৫ অক্টোবর মঙ্গলবার তাকে ঢামেকে ভর্তি করা হয়।
প্রতিবেদন: ফজলুল হক, সম্পাদনা: মাহতাব শফি