
ডেস্ক: গাইবান্ধার ছান্দিয়াপুর বাজার এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে নিরন্ন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
সোমবার সংবাদমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রোববার অনুষ্ঠিত এই কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ সচিব মোতাহের হোসেন। অনুষ্ঠানে শীতার্তদের মাঝে তিনশ’ কম্বল ও বিশেষ শিশুদের খেলনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোতাহের হোসেন বলেন, নিরন্ন যে সামাজিক দায়িত্ব পালন করছে তা তরুণদের জন্য অনুকরণীয়।
জানা যায়, ‘শীতের উষ্ণতাতা ছড়িয়ে দেই সবার মাঝে’ এই আহ্বানকে সামনে রেখে বিগত পাঁচ বছর ধরে শীতবস্ত্র বিতরণ করে আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গড়া এ স্বেচ্ছাসেবী সংগঠনটি।
নিরন্নের উদ্যোক্তা এইচ এম মঞ্জুরুল হক মুরাদ পরবর্তীতে তাদের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
গ্রন্থনা: রাকিব