
ডেস্ক: কোপা আমেরিকার শতবর্ষের বিশেষ আয়োজনের টুর্নামেন্টে ভেনিজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করেও পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই গ্রুপপর্ব শেষ করেছে মেক্সিকো। তিন খেলায় দুই জয় এক ড্রতে মেক্সিকোর পয়েন্ট ৭। সমানসংখ্যক ম্যাচে সমান জয়-ড্রতে ভেনিজুয়েলারও পয়েন্ট ৭। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন মেক্সিকো।
‘সি’গ্রুপ থেকে কোপার সর্বাধিক চ্যাম্পিয়ন উরুগুয়ে এবং জ্যামাইকার বিদায় আগে থেকেই নিশ্চিত ছিল। তাই চাপহীন ম্যাচে মেক্সিকো এবং ভেনিজুয়েলার লড়াই ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। দুটি দলই নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছিল। জ্যামাইকার বিপক্ষে ২-০ গোলে মেক্সিকো এবং উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে আসর শুরু করে ভেনিজুয়েলা।
মঙ্গলবার ম্যাচের ১০ মিনিটেই লিড নেয় ভেনিজুয়েলা। দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন জোস ভেলাসকুয়েস। এক গোলে পিছিয়ে থাকা মেক্সিকো গোল শোধে মরিয়া হয়ে উঠে। কিন্তু ভেনিজুয়েলার রক্ষণের সাথে গোলকিপারের বাধায় জালই খুঁজে পাচ্ছিলো না মেক্সিকানরা। এর মধ্যে জাভিয়ের হার্নান্দেজের দুটি এবং ডিয়েগো রায়াসের একটি জোরালো শট আটকে দেন ভেনেজুয়েলার গোলকিপার।
উরুগুয়ের মতো হারের শঙ্কায় পড়েছিল মেক্সিকো। তবে ৮০ মিনিটে জেসাস করোনার অসাধারণ এক গোলে সমতায় ফেরে তারা। এই গোলে হার এড়ানোর সঙ্গে যেমন গ্রুপ চ্যাম্পিয়ন হয় মেক্সিকো, তেমনি কোয়ার্টার ফাইনালে কঠিন প্রতিপক্ষ আর্জেন্টিনাকে মোকাবেলা করা থেকে রক্ষা পায় দলটি।
এই ম্যাচে ড্র করে টানা ২২টি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থাকলো মেক্সিকো। সেই সাথে টানা ১১ জয়ের পর ড্র করেছে তারা।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই