
ঢাকা: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন (বিটিআরসি) কর্তৃক দেশের প্রথম সারির অনলাইন নিউজ পোর্টাল শীর্ষ নিউজসহ বন্ধ করে দেওয়া ৩৫টি নিউজ পোর্টাল খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিল।
শনিবার বিকালের মধ্যে গণমাধ্যমগুলো অনতিবিলম্বে খুলে দিতে আহবান জানিয়ে এক লিখিত বিবৃতি পাঠায় সংগঠনটির পক্ষ থেকে। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ব্যারিস্টার একে এম এহসানুর রহমান ও অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনুর স্বাক্ষরিত বিববৃতিতে তারা আরও বলেন, কোন ধরনের কারণ দর্শানো ছাড়াই ৩৫টি ওয়েবসাইট ভিত্তিক সংবাদ মাধ্যম অনলাইন নিউজ পোর্টাল, টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন (বিটিআরসি) কর্তৃক বন্ধ করে দেওয়ার ঘটনায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং অনতিবিলম্বে খুলে দিতে আহবান করছি।
এতে আরো বলা হয়, অতি শিগগিরই বিটিআরসি কর্তৃক বন্ধ করে দেওয়া ৩৫টি ওয়েবসাইট ভিত্তিক সংবাদ মাধ্যম অনলাইন নিউজ পোর্টাল খুলে দিয়ে স্বাধীনভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার সুযোগ করে দিন।
ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিল মনে করে যে কোন ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই সংবাদ মাধ্যম অনলাইন নিউজ পোর্টাল সম্প্রচার বিটিআরসি কর্তৃক বন্ধ করে দেওয়া স্বাধীন গণমাধ্যমের উপর সরাসরি নগ্ন হস্তক্ষেপ এবং সংবিধান লঙ্গনের সামিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে গণমাধ্যম তথা সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা উল্লেখ রয়েছে এবং বিটিআরসি কর্তৃক স্বাধীন গণমাধ্যমে সংবাদ প্রচারে বিধিনিষেধ আরোপ না করারও আহ্বান জানান সংগঠনের নেতারা।
নিউজনেক্সটবিডি ডটকম/এফএইচ/এসআই