
ঢাকাঃ পরবর্তী দিনের জন্য বসে না থেকে আজকেই শুরু করে দিন। গাঢ় আলস্য ভর করবে আপনার দেহ মনে। ঘটনা খুলতে গিয়ে গিঁট লেগে যাবে। সমস্ত কিছু আজ বেশ বিস্তৃত মনে হবে। শিক্ষক শ্রেণির কাছে থেকে আজ বিশেষ দীক্ষা লাভ করবেন। দ্রুত গুছিয়ে ফেলুন লাগেজ, ভ্রমণের জন্য দিনটি শুভ।
শুক্রবার ৩ জুন। এই তারিখে জন্মগ্রহণ করায় আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৫। গুরুত্বপূর্ণ দিন বুধ ও বৃহস্পতিবার। শুভ রং—সোনালি, মেরুন, হালকা সবুজ। শুভ রত্ন—পীত পোখরাজ, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব—রাজা পঞ্চম জর্জ, অভিনেতা টনি কার্টিস, সুরকার ইলাইয়া রাশিতে আজকের পূর্বাভাস-
বৃষ (এপ্রিল ২০ – মে ২০)
আপনার জন্য আজকে থাকছে অভিনব সব চমক। প্রস্তুতি নিচ্ছেন কিন্তু সুফল আসছে না এমনটা মনে করার কিছু নেই কোথায় গণ্ডগোল হচ্ছে একটু ঘেঁটে দেখুন। পারা প্রতিবেশীদের সঙ্গে সংঘর্ষ লেগে যেতে পারে তুচ্ছ ঘটনা নিয়া। কর্মক্ষেত্র হতে ছাটাই হওয়ার সম্ভাবনা আছে, সুতরাং এতদিন যা অপকর্ম করেছেন শুধরে নিন। শরীর স্বাস্থ্যে আজ বেশ বল অনুভূত হবে।
মিথুন (মে ২১ – জুন ২০)
সুতরাং এমন কিছুই আর হচ্ছে না যা আপনি ভেবে বসে আছেন। গ্রহের সুবাদে আপনি আজ অর্থের দেখা পেয়ে যাবেন। চাকরিতে সুবিধাজনক অবস্থানে পৌঁছে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। নিজের মধ্যে ঘাড় ত্যাড়া স্বভাবের জন্ম নিবে। বিবাহিতরা বেশিদিন সংসার ছেড়ে দূরে থাকবেন না, এতে মানসিক সমস্যা দেখা দিতে পারে। আজকে উপায় নেই, উপায় থাকবে না।
কর্কট (জুন ২১ – জুলাই ২২)
আপনার প্রচণ্ড ত্যাড়ামির জন্য আজ পস্তাতে হবে। শিক্ষকতা পেশায় যারা আছেন তারা আজ বিশেষ সুবিধায় থাকবেন। প্রচুর মানসিক কষ্টে থাকার পর আপনার সম্মুখে আজ মুক্ত আকাশ খুলে যাবে। যেদিকে আজ যাবেন সেদিকেই আপনার জন্য কেউ না কেউ ভালোলাগার একটা চোখ নিয়ে তাকাবে। দিনের শেষে অর্থের দেখা পাবেন।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২)
দিনের পর দিন যা আপনাকে ভাবিয়ে আসছিল তার ফল আজ পেয়ে যাবেন। রাজনীতিবিদ ও চিকিৎসকদের জন্য দিনটি বিশেষ অর্থে ভালো, যে বিশেষত্বটি দিনের মধ্য ভাগে পেয়ে যাবেন। নিজেকে ক্ষুদ্র মনে করছেন যারা তাদের জন্য একটি হাসি। স্বাস্থ্যের দিকে একটু লক্ষ্য রাখুন। সংসারে নতুন অতিথি আসছে…
কন্যা (আগস্ট ২৩ – সেপ্টেম্বর ২২)
পৃথক পৃথক মানুষের সঙ্গে আজ দেখা হয়ে যাবে যাদের স্বপ্নগুলো সমান। বৃহত্তর কিছু পেতে যাচ্ছেন। কর্মক্ষেত্রে আজ সহকর্মীর সঙ্গে অনেক ঝামেলা হবে। রাস্তায় বাধা পড়বে। কিছুটা দিন কষ্টে শিষ্টে গেলেও আগামীতে স্বস্তি অপেক্ষা করছে। অর্থযোগ শুভ।
তুলা (সেপ্টেম্বর ২৩ – অক্টোবর ২২)
অবৈধ পন্থায় অর্থ উপার্জনের রাস্তা তৈরি হবে। কিন্তু যেহেতু আপনার অবৈধ কিছুই সহ্য হয় না তাই সকল বিতর্কের ঊর্ধ্বে থাকাই ভালো। সকালে সন্তানের শারীরিক অবস্থার অবনতি হেতু হাসপাতালে যেতে হতে পারে। তবে বাণিজ্যে আর লক্ষ্মী আপনার ঘরে আসবে। লক্ষ্মীকে ঠিকঠাক বরণ না করতে পারলে মন্দাবস্থা অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত জটিলতা কমবে।
বৃশ্চিক (অক্টোবর ২৩ – নভেম্বর ২১)
মানসিক অবস্থা যাই হোক না কেন আজ আপনাকে পর্যাপ্ত ঝুঁকি নিতে হবে। অফিসে টেন্ডার সংক্রান্ত আর ব্যবসায়ে বিনিয়োগ সংক্রান্ত ঝুঁকি এড়িয়ে যেতে চাইলে বিপদে পড়বেন। সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে সমাধানের রাস্তা খোঁজাই বুদ্ধিমানের কাজ। আর এই কাজে আজ আপনাকে সহায়তা করবে আপনার প্রিয়জন। দীর্ঘদিনের মনোমালিন্য শেষ হবে কর্মকর্ম এক সন্ধ্যার মধ্য দিয়ে।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১)
বিদেশ ভ্রমণের সুযোগ হাতছাড়া হওয়ার সুযোগ আছে। তবে হতাশ কিংবা ঘাবড়ে যাবেন না। কারণ আপনার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করে আছে দিনের শেষার্ধে। অনাকাঙ্ক্ষিত কারো কাছ থেকে বেশকিছু অর্থ পেয়ে যাবেন যা আপনার প্রয়োজনীয় কাজে খাটাতে পারবেন। ধনু রাশির জাতিকার স্বামী দুর্ঘটনায় পড়তে পারেন। স্বামী বাসা থেকে বরে হওয়ার আগে সাবধানে থাকতে বলুন।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯)
পরস্ত্রীর দিকে নজর দিয়ে নিজের সব হারানোর কোনো মানে নেই। মনের মধ্যে যে আরেক মানুষ বাস করে সেই মানুষটিকে অধ্যবসায়ের মাধ্যমে দূরে ঠেলুন। তা না হলে আপনার ব্যক্তিসত্তা প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে আপনারই কারণে। মকর রাশির জাতকের বিয়ে ঠিক হওয়ার সমূহ সম্ভবনা আছে। বাড়িতে গৃহপালিত পশুর মৃত্যু ঘটতে পারে।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮)
কৃষিজীবী কুম্ভের ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। পর্যাপ্ত সেচ না দেয়ার কারণে মাটির উর্বরতা শক্তি হারায়। আর আপনার আলসেমি আর একেগুঁয়েমি অনেক কাজেই আপনাকে সফলতা এনে দিচ্ছে না। নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে একটু একটু করে পরিকল্পনা মাফিক এগিয়ে যান। নিজের সৃজনশীলতা আর অনুশীলনের সঙ্গেই থাকুন।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০)
সব হারানোর পরেও যদি আপনার শিক্ষা না হয় তাহলে কোনোদিনও শিক্ষা হবে না। তাই ঘটনা ঘটে যাওয়ার আগেই প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করুন। রাজনীতির সঙ্গে যুক্ত মীন রাশির জাতক-জাতিকার জন্য দিনটি শুভ নয়। রাজনৈতিক প্রতিপক্ষের হাতে ঘায়েল হওয়ার সম্ভাবনা আছে। শিক্ষার্থীদের অনেকেই জ্বরে আক্রান্ত হতে পারে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি