
ঢাকা: ঈদকে সামনে রেখে কেনাকাটা শুরু করেছেন রাজধানীবাসী। শুক্রবার বিভিন্ন বিপনীবিতান ঘুরে দেখা গেছে পুরোদমে কেনাকাটায় ব্যস্ত নগরবাসী।
নারীরা বিভিন্ন বুটিক্স হাউস ও শো রুম ঘুরে তাদের পছন্দের পোশাক কিনছেন। অনেকেই আবার প্রিয় জনের জন্য উপহার হিসেবে পোশাক কিনছেন।
এদিকে সাধ আর সাধ্যের মাঝে অনেকেরই হচ্ছে না বনিবনা। তবে ঈদ উপলক্ষে একটু বেশি দামেও কাপড় কিনতে কার্পণ্য করেছেন না অনেকেই।
বড়দের পোশাকের সঙ্গে তাল মিলিয়ে চলছে শিশুদের পোশাকের বিকিকিনি। ছোটরা অভিভাবকদের হাত ধরে মার্কেটে এসে নিজেদের পছন্দমতো পোশাক কিনছে।
ক্রেতা আকর্ষণে রাজধানীর বসুন্ধরা সিটিতে রাখা হয়েছে র্যাফেল ড্র’র ব্যবস্থা। উপহার হিসেবে রাখা হয়েছে গাড়ি-মোটরসাইকেল।
আর শুক্রবারে নগরবাসীর এই ব্যস্ততা যেন ঢাকা শহর মানিয়ে নিতে পারেনি। তাই শুক্রবার ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন রাস্তার পাশের বিপনীবিতান গুলোকে কেন্দ্র করে দেখা যায় তিব্র যানজট।
ছবি: জীবন আহম্মেদ।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/জাই