
ঢাকা: দীর্ঘদিনের চিকিৎসা শেষে এখন অনেকটাই সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করছেন ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় গুরুতর আহত কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিস। শুক্রবার বাড়ি ফিরছেন তিনি।
বৃহস্পতিবার সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান চিকিৎসক সাঈদ উদ্দিন হেলাল এ তথ্য জানান।
তিনি বলেন, ‘খাদিজা এখন অনেকটাই সুস্থ। তিনি এখন নিজেই হাটতে পারেন। কথা বলাসহ দৈনন্দিন সব কাজ করতে পারেন। তার স্মৃতিও ফিরে এসেছে। আজই তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। শুক্রবার তিনি বাড়ি ফিরে যেতে পারবেন।’
সাঈদ উদ্দিন বলেন, ‘দীর্ঘ তিন মাসের চিকিৎসার পর খাদিজা এখন প্রায় সুস্থ। তবে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে আসতে তাকে দীর্ঘ চিকিৎসা নিতে হবে।’
সংবাদ সম্মলেন খাদিজা বলেন, ‘আমি এখন নিজের কাজ নিজে করতে পারি, হাঁটতে পারি। এখন আমি অনেকটা সুস্থ।’
খাদিজার বড় ভাই শাহীন আহমেদ বলেন, ‘আল্লাহর রহমতে আমার বোন এখন অনেক সুস্থ। সবার দোয়ায় সে এখন অনেকটা স্বাভাবিক। আশা করছি কাল বিকেলের ফ্লাইটে সিলেট যেতে পারবো।’
উল্লেখ্য, গত ৩ অক্টোবর খাদিজাকে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খাদিজাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে চার অক্টোবর সকালে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বদরুলকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থায়ীভাবে বহিষ্কার করেছে। সে বর্তমানে কারাগারে এবং কেন্দ্রীয় ছাত্রলীগ দাবি করেছে বদরুল তাদের দলের কেউ নন।
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: সজিব ঘোষ