
ঢাকা: বাংলা চলচ্চিত্র জগতের শক্তিশালী অভিনেতা হুমায়ুন ফরিদী। যিনি তার অনবদ্য সৃষ্টি দিয়ে সমৃদ্ধ করে গেছেন ঢাকাই সিনেমাসহ শোবিজ জগতের বিভিন্ন অঙ্গন।
২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি পৃথিবী থেকে বিদায় নেন চলচ্চিত্রের শক্তিমান এই অভিনেতা। তার মৃত্যুর পর বেশকিছু ছবি মুক্তির অপেক্ষায় থাকে। তবে পর্যায়ক্রমে সে ছবিগুলো মুক্তি পেলেও বাদ রয়ে যায় মাত্র একটি ছবি। অভিনেতার মৃত্যুর চার বছর পর এবার মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত শেষ চলচ্চিত্র ‘এক জবানের জমিদার হেরে গেলেন এবার’।
উত্তম আকাশ পরিচালিত ছবিটির শুটিং শুরু হয় ২০০৯ সালে। এর এক বছর পর ২০১০ সালে শেষ হয় ছবিটির শুটিং। তবে প্রযোজক মারা গেলে ছবিটির মুক্তি নিয়ে তৈরি হয় অনিশ্চিয়তা।
তবে সব জটিলতা কাটিয়ে শুক্রবার দেশের প্রায় ৬০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘এক জবানের জমিদার হেরে গেলেন এবার’ চলচ্চিত্রটি। এটি পরিবেশনা করছে মেসার্স এনএস ইন্টারন্যাশনাল। মার্চে সেন্সর বোর্ডে ছাড়পত্র পায় ছবিটি।
একজন জমিদারকে ঘিরে গড়ে উঠেছে ছবিটির গল্প। যিনি কিনা অন্যকে দেয়া কথা রাখতে গিয়ে নিজের সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। এতে জমিদারের ভূমিকায় অভিনয় করেছেন হুমায়ুন ফরিদী। এছাড়া ছবিটিতে আরো দেখা যাবে আমিন খান, চাঁদনী, ওমর সানি, মিজু আহমেদ, নাসরিন ও কাবিলা।
প্রতিবেদন: আসিফ আলম, সম্পাদনা: আইরিন রবি, জাহিদুল ইসলাম