
ঢাকা: মার্সেল-ডিআরইউ ক্রীড়া উৎসবের শুটিংয়ে প্রথম হয়েছেন চ্যানেল আইয়ের তরিকুল ইসলাম মাসুম ও (নারী সদস্য বিভাগে) মোহনা টেলিভিশনে’র নাজনীন আক্তার লাকী এবং আরচ্যারিতে প্রথম হয়েছেন দৈনিক কালবেলার মো. মজিবুর রহমান।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষদের শুটিংয়ে দৈনিক ইনকিলাবের আতিকুর রহমান দ্বিতীয় ও জিটিভির ফেরদৌস আরেফিন তৃতীয় হয়েছেন। এছাড়া নারী সদস্যদের শুটিংয়ে রেডিও টুডের বিলকিছ ইরানী দ্বিতীয় ও দৈনিক সমকালের সাজিদা ইসলাম পারুল তৃতীয় হয়েছেন।
এদিকে আরচ্যারিতে আমাদের সময়ের হিরা তালুকদার দ্বিতীয় ও দৈনিক ইনকিলাবের আতিকুর রহমান তৃতীয় হয়েছেন।
সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ শুটিং ফেডারেশনের সহ-সভাপতি কুতুবউদ্দিন আকসির, ডিআরইউর সাধারণ সম্পাদক রাজু আহমেদ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান (স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার), এফ.এম. ইকবাল বিন আনোয়ার ডন, বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের যুগ্ম সম্পাদক রশিদুজ্জামান সেরেনিয়াবাদ, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মো: ইয়াহিয়া। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য কাজী শহীদুল আলম ও সাহাব উদ্দিন সাহাব।
গ্রন্থনা ও সম্পাদনা: জাহিদ
শুটিং ও আরচ্যারি প্রতিযোগিতায় প্রায় ৭৩ জন পুরুষ ও নারী সদস্য অংশ গ্রহণ করেন।