Friday, July 15th, 2016
শুধু চামড়াটাই তো পুড়েছে!
July 15th, 2016 at 2:50 pm
শুধু চামড়াটাই তো পুড়েছে!

ডেস্ক: কলকাতার জয়নগরের মুসলীম পরিবারের মেয়ে মনীষা পড়াশোনার পাশাপাশি নার্সিং ট্রেনিং, কম্পিউটার কোর্স, বিউটিশিয়ান কোর্স ও হাতের কাজ শিখতে বেশ মনোযোগী।

সবজি বিক্রেতার মেয়ে মনীষা দেখতেও সুন্দরী। কিন্তু কখনো কি তিনি ভেবেছিলেন এই সুন্দর মুখটাই কাল হয়ে দাঁড়াবে। বেশ কিছুদিন আগে এক শীতের সন্ব্যায় মনীষার মুখে অ্যাসিড ছুঁড়ে মারে একই এলাকার কয়েক যুবক। মুহূর্তেই তার সুন্দর মুখটি ঝলসে যায়।

তবে সেই অ্যাসিড পোড়াতে পারেনি মনীষার আত্মবিশ্বাস। এ বিষয়ে মনীষা হেসে বলেন, ‘একটু চামড়াই তো পুড়েছে আমার। সে জন্য বেঁচে থাকার দরজা বন্ধ হয়ে যাবে? একটা ভাল চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে কি ঝকঝকে চামড়াই একমাত্র যোগ্যতা?’

২৩ বছরের মনীষার মধ্যে এখনো জীবনে বড় কিছু করার স্পৃহা রয়েছে। হার মানতে রাজি নন ভাগ্যের এই নিমর্ম নিয়তির কাছে। যদিও এই ঘটনার জন্য তাকে প্রতিবেশীদের অনেক কটু কথাই শুনতে হয়।

অ্যাসিড দগ্ধ হওয়ার পর হাসপাতালের বিছানায় শুয়ে মনীষা শুনতে পান তাকে দেখতে আসা কয়েকজন বলছেন, ‘ভাল ঘরের মেয়েদের তো এমন হয় না।’

তবে এত কিছুর পরও আজও মনীষা আগের মতোই জোরে গান চালিয়ে নাচেন। ঈদের দিন তার কাছে সাজতে আসেন পাড়ার মেয়ে-বৌরা। তবে এমনও অনেকেই রয়েছেন যারা তার সঙ্গে সহজ হতে পারেনি আর।

মনীষার কষ্ট হয় যখন বাচ্চারা তাকে দেখে ভয় পায়। তখনই চোখের কোণটা একটু ভিজে ওঠে। নিজের সম্পর্কে তিনি বলেন, ‘এটা কোনো দুঃখী মেয়ের কথা নয়। সবাই নিজে লড়াই করে বাঁচে, আমিও বাঁচছি। খুশিতে বাঁচছি।’

এদিকে সম্প্রতি হাইকোর্ট রায় দিয়েছে, মনীষাকে তিন লাখ টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য। জামিন পাওয়া অভিযুক্তদের মধ্যে পাঁচ জনকে ফের গ্রেফতার করেছে পুলিশ। যদিও প্রধান অভিযুক্ত সেলিম এখনো পলাতক। সূত্র: এবিপি।

নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসআই

 

 

 

 

 

 


সর্বশেষ

আরও খবর

করোনায় বিপর্যস্ত ভারতে শনিবারও ৪ হাজারের বেশি মৃত্যু

করোনায় বিপর্যস্ত ভারতে শনিবারও ৪ হাজারের বেশি মৃত্যু


আবারও ভারতে মৃত্যুর রেকর্ড, এক দিনে মৃত্যু ৪ হাজারের বেশি

আবারও ভারতে মৃত্যুর রেকর্ড, এক দিনে মৃত্যু ৪ হাজারের বেশি


ভারতে আবার সংক্রমণের রেকর্ড, একদিনে মৃত্যু প্রায় ৪০০০

ভারতে আবার সংক্রমণের রেকর্ড, একদিনে মৃত্যু প্রায় ৪০০০


দ্য ডেইলি হিলারিয়াস বাস্টার্ডস

দ্য ডেইলি হিলারিয়াস বাস্টার্ডস


বিশ্বে করোনায় আক্রান্ত ১৫ কোটি ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ১৫ কোটি ছাড়াল


পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় আসছে মমতার দল

পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় আসছে মমতার দল


অ্যাম্বুলেন্স না পাওয়ায় মোটরসাইকেলে মায়ের লাশ নিয়ে শ্মশানে ছেলে

অ্যাম্বুলেন্স না পাওয়ায় মোটরসাইকেলে মায়ের লাশ নিয়ে শ্মশানে ছেলে


ভারতে টানা ৬ দিন তিন লক্ষাধিক করোনা রোগী শনাক্ত

ভারতে টানা ৬ দিন তিন লক্ষাধিক করোনা রোগী শনাক্ত


করোনায় আক্রান্ত শচীন

করোনায় আক্রান্ত শচীন


করোনায় আক্রান্ত ইমরান খান

করোনায় আক্রান্ত ইমরান খান