
ডেস্ক: প্রতিবছর সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া শুভেচ্ছা বিনিময় করলেও এবার করছেন না। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা বিজয়া দশমীর দিন কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করবেন।
দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছর সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে দলের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া। কিন্তু এ বছর ব্যক্তিগত কারণ দেখিয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান থেকে বিরত থাকছেন তিনি। তবে দুর্গা উৎসব উপলক্ষে এরইমধ্যে সনাতন সম্প্রদায় ও দেশবাসীর উদ্দেশ্যে বাণী দিয়েছেন।
দলীয় সূত্রের তথ্য, রোববার (৯ অক্টোবর) বিজয়া দশমীর দিন বনানী সার্বজনীন পূজা মণ্ডপ ও ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন করবেন বিএনপি মহাসচিব।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়সহ দলের শীর্ষ নেতারা ঢাকার প্রধান প্রধান পূজা মণ্ডপ পরিদর্শন করবেন।
গ্রন্থনা ও সম্পাদনা: পিএ