
ঢাকা: ঢাকাই চলচ্চিত্রে নায়ক ও খল নায়ক দুই জায়গাতেই যিনি সমান দক্ষতার পরিচয় দিয়ে আসছেন তিনি অমিত হাসান। শুক্রবার এই অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসানের জন্মদিন। নিউজনেক্সটবিডি ডটকমের পক্ষ থেকে রইলো আন্তরিক শুভেচ্ছা।
জন্মদিনে তেমন কোন বিশেষ আয়োজন না থাকলেও এই দিনে তিনি তার পরিবারের সঙ্গেই আছেন তার জন্মস্থান টাঙ্গাইলে।
অমিত হাসান যার প্রকৃত নাম সাইফুর রহমান। কলেজ পড়াকালীন তার এক বান্ধবী তার নাম রাখেন অমিত হাসান। ১৯৬৮ সালের ৯ সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালত পাড়ায় জন্মগ্রহন করেন তিনি। ১৯৮৬ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অমিত হাসানের সম্পৃক্ততা ।
১৯৯০ সালের ৫ জানুয়ারি ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রের পর্দায় তার অভিষেক ঘটে। তবে একক নায়ক হিসেবে অমিত হাসানের অভিষেক ঘটে মনোয়ার খোকন পরিচালিত ‘জ্যোতি’ছবির মাধ্যমে। এরপর অমিত হাসান শেষ ঠিকানা, উজান ভাটি, তুমি শুধু তুমি, বিদ্রোহী প্রেমিক, জিদ্দী, ভালোবাসার ঘরসহ অসংখ্য ছবিতে অভিনয় করেন।
পরবর্তীতে শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ ছবিতে তিনি প্রথম নেগেটিভ চরিত্রে অভিনয় করেন। বর্তমানে একই ধরনের চরিত্রে তাকে অভিনয় করতে দেখা যাচ্ছে।
প্রতিবেদন: আসিফ আলম, সম্পাদনা: মাহতাব শফি