
ডেস্ক: আজ ১৭ আগস্ট, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের সফলতম টেস্ট ব্যাটসম্যান হাবিবুল বাশার সুমন’র ৪৪ তম জন্মবার্ষিকী। ১৯৭২ সালের এই দিনে কুষ্টিয়া জেলার নাগকান্দায় জন্মগ্রহণ করেন তিনি।
প্রাক্তন এই ক্রিকেটারের সম্পূর্ণ নাম কাজী হাবিবুল বাশার। তিনি একজন ডান-হাতি ব্যাটসম্যান এবং অফ ব্রেক বোলার। বাংলাদেশ জাতীয় দল ছাড়াও তিনি জাতীয় ক্রিকেট লীগে খুলনা জেলা এবং ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে বাংলাদেশ বিমান দলের হয়ে খেলছেন।
২০০০ সালে ভারতের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। ১৯৯৫ সালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন। তার অধিনায়কত্বে বাংলাদেশ ক্রিকেট দল প্রথম কোন টেস্ট ম্যাচে জয়লাভ করে (জিম্বাবুয়ের বিপক্ষে) এবং একদিনের আন্তর্জাতিক ম্যাচে অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মত শক্তিশালী দলগুলোকে পরাস্ত করে।
প্রতিবেদক: এস. কে. সিদ্দিকী, সম্পাদনা: তুসা