Sunday, September 18th, 2016
নতুন জুটি শুভ-তানহা’র ‌‘ভালো থেকো’
September 18th, 2016 at 4:10 pm
নতুন জুটি শুভ-তানহা’র ‌‘ভালো থেকো’

ঢাকা: প্রথম বারের মতো বড় পর্দায় নতুন জুটি হয়ে আসছেন নায়ক আরেফিন শুভ ও নায়িকা তানহা তাসনিয়া। জাকির হোসেন রাজু পরিচালিত ‌‘ভালো থেকো’ ছবির মাধ্যমেই নতুন জুটিকে পর্দায় দেখতে পাবে দর্শক। ২০ সেপ্টেম্বর বিএফডিসির ৮ নম্বর শুটিং ফ্লোরে ছবিটির মহরত অনুষ্ঠিত হবে।

একই নির্মাতার আরেকটি ছবি ‘প্রেমী ও প্রেমী’ ছবির কাজও শেষ হচ্ছে এ মাসেরই ২৪ তারিখ। এতেও নায়ক হিসেবে কাজ করেছেন আরেফিন শুভ। এই ছবির কাজ শেষ করেই নতুন ‌‘ভালো থেকো’ ছবির কাজ ধরবেন বলে জানিয়েছেন পরিচালক।

নতুন ছবিতে কাজ করা প্রসঙ্গে নায়িকা তানহা বলেন, ‘ আমার অনেক ভালো লাগছে যে শুভ ভাইয়ের সঙ্গে কাজ করছি। গতকাল আমরা ছবির জন্য একটা ফটোশুটে অংশ নিয়েছি। শুভ ভাইয়ের আচরণে আমি মুগ্ধ। উনি অনেক সহযোগিতা করেন, অনেক জলি মাইন্ডের একজন মানুষ। তারচেয়ে বড় পাওয়া চলচ্চিত্রে আমি আরেফিন শুভ’র ফ্যান।’

তানহা আরো বলেন, ‘শাকিব খানেরও ভক্ত আমি। তার সঙ্গে এরই মধ্যে ‘ধূমকেতু’ নামে একটি ছবিতে কাজ করেছি। ছবির সিক্যুয়েন্সের শুটিং শেষ। বাকি আছে শুধু তিনটি রোমান্টিক গান। এর পরই শুভ ভাইয়ের সঙ্গে কাজ করছি। এটা আমার অনেক বড় পাওয়া।’

জাকির হোসের রাজু বলেন, ‘আমি আগামী ২১ থেকে ২৪ তারিখ, এই চার দিন ‘প্রেমী ও প্রেমী’ ছবির শুটিং করব। এরই মধ্য দিয়ে এই ছবির শুটিং শেষ হবে। আর ২০ তারিখ নতুন ছবি ‘ভালো থেকো’র মহরত করব। তবে শুটিং শুরু করব মাসের শেষে। কারণ, নায়ক শুভ এখন যে লুক নিয়ে ‘প্রেমী ও প্রেমী’ ছবিতে কাজ করছে, সেই লুক পরিবর্তন করে নতুন একটা লুকে দর্শকের সামনে হাজির করতে চাই। ২৬ তারিখ থেকে ‘ভালো থেকো’ ছবির শুটিং শুরু করার চিন্তা রয়েছে।’

টাইগার মিডিয়া প্রযোজিত এই ছবির শুটিং হবে বাংলাদেশ ও মালয়েশিয়ার বিভিন্ন লোকেশনে। আগামী বছরের মাঝামাঝি সময়ে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রতিবেদন: আসিফ আলম, প্রকাশ: তুসা


সর্বশেষ

আরও খবর

নতুন মৌলিক গান “তুমি হারালে কোথায়?”

নতুন মৌলিক গান “তুমি হারালে কোথায়?”


করোনায় আক্রান্ত তাহসান

করোনায় আক্রান্ত তাহসান


মুজিববর্র্ষে লন্ডনে জয় বাংলা ব্যান্ডের রঙ্গিন ভালবাসা

মুজিববর্র্ষে লন্ডনে জয় বাংলা ব্যান্ডের রঙ্গিন ভালবাসা


গ্রেপ্তার হলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী

গ্রেপ্তার হলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী


সপরিবারে কোয়ারেন্টাইনে দেব

সপরিবারে কোয়ারেন্টাইনে দেব


বিটিভিতে ম্যাগাজিন অনুষ্ঠান ‘বাংলার মুখ’

বিটিভিতে ম্যাগাজিন অনুষ্ঠান ‘বাংলার মুখ’


হুট করেই বিয়ে পরীমনির, ৫ মাসেই ভাঙল সংসার!

হুট করেই বিয়ে পরীমনির, ৫ মাসেই ভাঙল সংসার!


এফডিসিতে ৫ গরু কোরবানি দিচ্ছেন পরীমনি

এফডিসিতে ৫ গরু কোরবানি দিচ্ছেন পরীমনি


করোনার মধ্যেই বিয়ে করলেন কর্নিয়া

করোনার মধ্যেই বিয়ে করলেন কর্নিয়া


ঐশ্বরিয়া-আরাধ্য করোনা নেগেটিভ, চিকিৎসাধীন অমিতাভ-অভিষেক

ঐশ্বরিয়া-আরাধ্য করোনা নেগেটিভ, চিকিৎসাধীন অমিতাভ-অভিষেক