
ঢাকা: ভারতের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচ শেষ করেই দুবাইয়ে চলে গিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। পাকিস্তানের ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট লিগ (পিএসএল) খেলতেই দুবাইতে পা রাখেন রিয়াদ। তিনি চুক্তিবদ্ধ হয়েছেন কোয়েটা গ্ল্যাডিয়েটরসের সঙ্গে।
বুধবার রাতে নিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন বাংলাদেশি এ ক্রিকেটার। সেরা একাদশে ঠাঁই পেয়ে দলের কোচ ও অধিনায়ককে হতাশ করেননি। অভিষেক ম্যাচেই নিজের ব্যাটের ধার দেখিয়েছেন রিয়াদ। ২৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন এ টাইগার। ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে তার দল হারলেও রিয়াদ ঠিকই সবার মন জয় করে নিয়েছেন। টানা দুই ম্যাচ জয়ের পর এটাই প্রথম হার কোয়েটার।
কোয়েটা টস হেরে আগে ব্যাট করতে মাঠে নেমেছিল। কিন্তু ১০২ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় দলটি। ৬ নম্বরে ব্যাট হাতে মাঠে নামেন রিয়াদ। লঙ্কান ব্যাটসম্যান পেরেরার সাথে দলের হাল ধরতে মাঠে নেমেই চার-ছক্কা হাঁকাতে শুরু করেন। প্রতিপক্ষের বলগুলোকে বার বার করেছেন সীমানা ছাড়া। ২০ বলে ২টি চার ও একটি ছক্কায় ২৯ রানে অপরাজিত থাকেন এই টাইগার অল রাউন্ডার। এই হারে ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে মাহমুদউল্লাহ রিয়াদের কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এক নম্বরে থাকা তামিম-সাকিবের পেশোয়ার জালমির পয়েন্ট সমান ৪। কিন্তু নেট রানে এগিয়ে দলটি।
প্রতিবেদক: কবির, সম্পাদনা: জাহিদ