
ঢাকা: ইন্টেরিয়র এবং লাইটিং সংশ্লিষ্ট পণ্যের অত্যাধুনিক প্রযুক্তি আর উদ্ভাবন তুলে ধরতে শুরু হতে যাচ্ছে ‘ইন্টেরিয়র-এক্সটেরিয়র ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৬’ এবং ‘বাংলাদেশ লাইটিং এক্সপো-২০১৬’ শীর্ষক প্রদর্শণী।
বৃহষ্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) উদ্বোধন হবে গৃহসজ্জা শিল্পের দু’টি আর্ন্তজাতিক প্রর্দশণী। যৌথভাবে প্রর্দশণী দু’টির পারটেক্স স্টার গ্রুপ এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড। একইসাথে ব্যবস্থাপনায় থাকছে এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এবং এফ টাচ ইভেন্টস লিমিটেড।
ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র এক্সপোতে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডের পণ্য-সামগ্রী এবং সর্বাধুনিক সংগ্রহ প্রদর্শণ করা হবে। দর্শণার্থীরা ইন্টেরিয়রের জন্য অত্যাধুনিক ডিজাইনের টাইলস, বৈচিত্র্যপূর্ণ আসবাব-পত্র, আধুনিক ডেকোরেটিভ গ্লাস, ওয়াল ডেকোরেশন ইত্যাদি দেখার সুযোগ পাবেন।
এছাড়াও ঘর সাজানোর নানা ধরনের পণ্য-সামগ্রী যেমন-ভ্যাস, ভিনিল (পিভিসি) ফ্লোর, ডেকোরেটিভ ওয়াল টাইলস, প্লাইউড, ভিনার বোর্ড, মেলামাইন বোর্ড, এমডিএফ অ্যান্ড এইচডিএফ বোর্ড, পিভিসি সিট, কপার বাসবার, দরজা, আসবাব-পত্র, উডেন ফ্লোর, পার্টিকেল বোর্ড, জলি কাটিং, প্ল্যান্টেড এ্যাক্যুরিয়াম, এ্যাক্যুরিয়াম, ফাউনটেইনস, কিচেন কেবিনেট অ্যান্ড কেবিনেট ডোরস, ডেকোরেটিভস গ্লাস, ওয়ালপেপার, এ্যালুমিনাম কম্পোজিট প্যানেল, ফলস সিলিং, ডেকোরেটিভ প্যানেলস, গ্লাস পেপার, স্টেয়ার রেলিং পোস্ট, এসএস পাইপ, রুফিং ইত্যাদি প্রদর্শন করা হবে।
অন্যদিকে বাংলাদেশ লাইটিং এক্সপো অগ্রসরমান আলোকসজ্জা শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি এবং ব্যবহার সম্পর্কে গ্রাহকদের জানতে সাহায্য করবে। বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নতুন আবিষ্কার, পণ্য-সামগ্রী এবং উপকরণ তুলে ধরবে এই মেলায়। পাশাপাশি লাইটিং এক্সপোতে এলইডি লাইট, সিএফএল লাইট, এলইডি প্যানেল রাইট, লাইটিং অ্যাকসেসরিজ, ডেকোরেটিভ সুইচ ও সকেট, রুম হিটার, গিজার ও ওয়াটার হিটার, ডেকোরেটিভ লাইটিং ও ঝারবাতি, এয়ার-কন্ডিশনার, কার্পেট, সোলার প্যানেল, সোলার চালিত লাইট, ইমার্জেন্সি লাইট, স্ট্রিট লাইট, লাইট শেড, ল্যান্ডস্ক্যাপ এবং বাগানের জন্য বিভিন্ন ধরনের লাইট প্রদর্শিত হবে।
প্রতিদিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সবার জন্য উন্মূক্ত প্রদর্শনী দুটি চলবে শনিবার পর্যন্ত।
প্রতিবেদক: এম.রেজাউল করিম, সম্পাদনা: শিপন আলী