
ঢাকা: দক্ষ সাইবার নিরাপত্তায় কর্মী খুঁজে বের করতে ‘বি দ্য আলটিমেট সিকিউরিটি স্পেশালিস্ট’ এই স্লোগানে দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ-২০১৬’ প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। নিবন্ধন করা যাবে ৪ জুলাই পর্যন্ত। http://cyberchallenge.com.bd এই ঠিকানায় গিয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ পেশাজীবীরাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। সর্বোচ্চ ৪ জন করে দল গঠনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে।
নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট ও চট্টগ্রামে সাইবার সিকিউরিটি বিষয়ে সচেতনতামূলক কর্মশালা, সেমিনারের পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিয়ে গ্রুমিং সেশন অনুষ্ঠিত হবে। দেশের পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানে কর্মরত সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এরপর অনলাইন পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে আগামী ১০ আগস্ট ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে অনুষ্ঠিত হবে চূড়ান্ত প্রতিযোগিতা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা, প্রথম রানার্স আপ ২৫ হাজার টাকা এবং দ্বিতীয় রানার্স আপ দলকে ১০ হাজার টাকা অর্থ পুরস্কারের পাশাপাশি ক্রেষ্ট এবং সনদপত্র দেয়া হবে।
বেসিস স্টুডেন্ট ফোরাম, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি) সহযোগিতায় প্রতিযোগিতাটি আয়োজন করেছে অ্যাডভান্স টেকনোলজি বিডি।
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/জাই