শুরু হতেই ‘শেষ’ অগ্রীম টিকিট

ঢাকা: ঈদুল ফিতর উপলক্ষে সোমবার থেকে বিভিন্ন রুটে শুরু হয়েছে বাসের অগ্রীম টিকিট বিক্রি। তবে মঙ্গলবার কাউন্টার গুলোতে খোঁজ নিয়ে জানা যায়, ৩০ জুন ও চার জুলাইয়ের টিকিট শেষ।
বাস কাউন্টার থেকে বলছে, ৩০ জুন ও চার জুলাইয়ের টিকিটের চাহিদা বেশি থাকায় প্রথম দিনই এই দুই দিনের টিকিট শেষ হয়েছে। তবে এখনো ১, ২, ৩ ও ৫ জুলাইয়ের টিকিট পাওয়া যাচ্ছে।
এদিন কাউন্টার গুলোতে ছিল না চোখে পরার মতো ভীর। টিকিট নিতে আসা নিজামুল করিম জানান, সোমবার চার তারিখের টিকিটের আশায় তিনি দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ছিলেন, তবুও মেলেনি টিকিট। অবশেষে আজ তিন তারিখের টিকিট কিনেছেন তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/এসজি