
ঢাকা: নির্মাতা শাহীন সুমনের হাত ধরে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক তার। প্রথম ছবি মুক্তির আগেই নতুন আরো একটি চলচ্চিত্রের কাজ শুরু করলেন নবাগতা এই নায়িকা। বলছি অধরা খানের কথা। বৃহস্পতিবার থেকে রাজধানীর তিনশ ফিটে শুরু হয়েছে পরিচালক মিজানুর রহমান মিজান এর ‘রাগী’ ছবির কাজ।
ছবিটিতে অধরার সাথে জুটি বেঁধেছেন নবাগত নায়ক আবির। ভিলেন চরিত্রে আছেন মডেল ও অভিনেতা সনি রহমান।
নতুন ছবিতে কাজ করা সম্পর্কে অধরা বলেন, ‘প্রথমেই আমি ধন্যবাদ জানাই পরিচালক শাহীন সুমন ভাইকে। কেননা তার হাত ধরেই আজ আমার এই চলচ্চিত্রে হাঁটা। এই নতুন ‘রাগী’ ছবিটিতে সম্পর্কে বলতে গেলে বলবো যে হঠাৎ করেই এই চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলাম। আশা করি দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো।
ছবিটিতে অধরা খানের পাশাপাশি আছেন নায়িকা মুনমুন। ‘রাগী’ ছবিটিতে মুনমুন একজন মন্ত্রী। তার একজন অহংকারী ছোটবোন আছে। এই ছোটবোনের চরিত্রে অভিনয় করছেন নবাগতা অধরা খান।
প্রতিবেদনঃ আসিফ আলম, সম্পাদনা: প্রণব