
ঢাকা: শুরু হলো তিনদিনের সাহিত্য উৎসব ‘ঢাকা লিট ফেস্ট’। বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য মিলনায়তনের মূল মঞ্চে এই আয়োজনের উদ্বোধন করেন নোবেল জয়ী লেখক ভিএস নাইপল ও মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
এসময় আরও ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এবং ঢাকা লিট ফেস্টের পরিচালক কাজী আনিস আহমেদ, সাদাফ সায ও আহসান আকবর।
বেলা ১টায় মূল মঞ্চে বিশ্ব সাহিত্য নিয়ে ‘ওয়ার্ল্ড ফিকশন: হিডেন রিয়েলিটি’ শীর্ষক আলোচনা শুরু হয়েছে। আলোচনায় অংশ নিয়েছেন ড্যানিয়েল হান, নিকোলাস, লেজার্ড ও আনজুম হাসান ও নায়েল এলতোখি।
বেলা ২টায় মঞ্চে বারখা দত্ত ও জেফরি ইয়াং বেন জোদাহ ও মার্সিয়া লিন্যাক্স কিউলি বসবেন আমেরিকার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে। একই সময় বিজ্ঞানী আবেদ চৌধুরী বসছেন কেকে টি স্টেজে নিওরোসায়েন্সের অ্যাসথেটিক্স নিয়ে আলোচনা করতে।
সাড়ে ৩টায় ফখরুল আলম আলোচনা করবেন সৈয়দ মনজুরুল ইসলামের সঙ্গে। বাংলা একাডেমি থেকে প্রকাশিত বিষাদ সিন্ধুর বিশেষ অনুবাদ। সেসময় লনে কবিতা পড়বেন প্রতিথযশা বাংলাদেশি কবিরা। সেসময় ব্র্যাক স্টেজে ইরেশ যাকের আলোচনা করবেন অন্তরা গাঙ্গুলির বই তনয়া তানিয়া নিয়ে। বটতলায় আবৃত্তি পরিষদের কবিতাও শুনতে পারেন।
সেসময়ের সবচেয়ে আকর্ষণীয় সেশন হচ্ছে, ভিএস নাইপলের ওপর নির্মিত বিশেষ ডকুমেন্টারি দ্যা স্ট্রেঞ্জ লাক অব নাইপল।
৪টা ৪৫ মিনিটে প্রধান মঞ্চে বারখা দত্তের সঙ্গে বসছেন সাদাফ সায তার বিতর্কিত গ্রন্থ দ্য আনকোয়াইট ল্যান্ড নিয়ে। একই সময় ভ্রমন পিয়াসু অস্ট্রেলিয়ান লেখক টিম কোপ কেকে স্টেজে বসবেন জার্নি অ্যান্ড কোয়েস্ট অব ইন ট্রুথ। একই সময় পুলিৎজার বিজয়ী কবি বিজয় শেষাদ্রি বসছেন ব্র্যাক স্টেজে জেফরি ইয়াংয়ের সঙ্গে বসবেন আমেরিকার কবিতা নিয়ে।
একই সময়ে রিচার্ড বিয়ার্ড লাইভ এডিটিংয়ের ওপর কসমিক টেন্টে বিশেষ ওয়ার্কশপ করাবেন।
৬টা ১৫ মিনিটে মূল মঞ্চে প্রয়াত সব্যসাচী সাহিত্যিক সৈয়দ শামসুল হকের জীবনী নিয়ে আলোচনা করবেন দ্বিতীয় সৈয়দ হক, সাজ্জাদ শরীফ, আহমেদ মাজহার ও পারভেজ হোসেন। সে সময় শামসুল হক রচিত নীল দংশনের একাংশ মঞ্চস্থ হবে প্রধান স্টেজে।
বৃহস্পতিবার থেকে শনিবার প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে লিট ফেস্ট। এতে অংশ নেবেন ১৮টি দেশ থেকে আসা ৬৬ জন বিদেশি এবং দেড় শতাধিক বাংলাদেশি সাহিত্যিক, লেখক, গবেষক ও সাংবাদিক। দেশি-বিদেশি অতিথিদের সঙ্গে সাহিত্যসহ শিল্পের নানা বিভাগ নিয়ে সরাসরি আলোচনা, পর্যালোচনার সুযোগ থাকছে এ উৎসবে।
প্রতিবেদক: প্রতিনিধি, সম্পাদনা: শিপন আলী