
ঢাকা: শেখ কবির হোসেন ২০১৭-২০১৮ সনের জন্য বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)-এর প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত হয়েছেন। এছাড়া প্রফেসর রুবিনা হামিদ প্রথম ভাইস প্রেসিডেন্ট এবং এ কে এম মনিরুল হক, ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান উপাধ্যক্ষ মোঃ আব্দুস সহিদ-এর সভাপতিত্বে ১৭ মে ঢাকা ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন বোর্ডের অন্য দুই সদস্য জনাব মাহফুজুর রহমান মিতা ও মেজর জেনারেল আবদুল হাফিজ মল্লিক উপস্থিত ছিলেন।
নির্বাহী কমিটির অন্য ১৬ সদস্য:
মোজাফফর হোসেন পল্টু, আব্দুল্লাহ আল মাহমুদ, নজরুল ইসলাম, নুরুল আলম চৌধুরী, এনামুল হক, মনজুরুর রহমান, একেএম আজিজুর রহমান, মোঃ আবুল হাসেম, মোঃ ইসাহাক আলী খান পান্ন, মেহ্নাজ তাবাসসুম, নাসির উদ্দিন আহমেদ, ফাউজিয়া কামরুন তানিয়া, বিএম ইউসুফ আলী, ফারজানা চৌধুরী, মোঃ ইমাম শাহীন, আপেল মাহমুদ।