
ঢাকা: শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি নয় আওয়ামী লীগ জড়িত মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইতিহাসের বর্বরোচিত হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন হয়েছিলো। যেখানে আওয়ামী লীগ নেতারাই মন্ত্রিত্ব পেয়েছিলেন। যতো মিথ্যাচারই করা হোক ইতিহাসের সত্যকে উল্টানো যাবে না।
শুক্রবার বেলা সাড়ে ১২টায় স্বেচ্ছাসেবক দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলানগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা জানান।
ফখরুল জানিয়েছেন, বিএনপিতে এক নেতার এক পদ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এতে করে বেশ কিছু পদ খালি হবে। সেই শূন্য পদে যোগ্য নেতাদের বসানো হবে।
তিনি বলেন, সরকার জঙ্গি দমনে আন্তরিক নয়। বিষয়টিকে তারা রাজনৈতিকভাবে ব্যবহার করছে। বিএনপি জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছে সেটা অব্যাহত আছে। খুব শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত কর্মসূচি দেবো।
প্রতিবেদন ও সম্পাদনা- মাহতাব শফি