
ঢাকা: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ইফতারের আমন্ত্রণ পৌঁছে দেন। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও সংসদ সদস্য মৃণাল কান্তি দাস আমন্ত্রণপত্রটি গ্রহণ করেন।
পরে দুলু সাংবাদিকদের বলেন, ‘আগামী ১১ জুন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ইফতারের আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন। আমরা আমন্ত্রণ কার্ড দিয়ে গেলাম। আমরা আশা করছি, তিনি এই ইফতারে যোগ দেবেন।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ আরও ১২ জন নেতাকে সেদিনের ইফতারে আমন্ত্রণ জানানো হয়েছে বলে এই বিএনপি নেতা জানান।
আগামী ১১ জুন শনিবার বসুন্ধরা কনভেনশন সেন্টারের ‘নবরাত্রি’ হলে রাজনীতিবিদদের সম্মানে বিএনপি চেয়ারপারসন ইফতার মাহফিলের আয়োজন করেছেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআইআর/এসআই