
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম.ম আমজাদ হোসেন মিলন বলেছেন, ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনে অংশ নেয়ার জন্য তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে বলেন, জ্বালাও পোড়াও রাজনীতি বন্ধ করে জনগণের জন্য কাজ করুন।
দেশে এখন ব্যাপক উন্নয়ন হচ্ছে। মানুষ উন্নয়নের মহাসড়কে উঠেছে। তারা হরতাল, অবরোধ, জ্বালাও পোড়ার রাজনীতিতে বিশ্বাস করে না। তারা দেশে উন্নয়ন চায়। আর একাজটি করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা।
রোববার সকালে সিরাজগঞ্জের তাড়াশে ১০টি গ্রামে বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলার চক-কলামুলা স্কুল মাঠে তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. কামরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভানেত্রী হোসনে আরা পারভীন লাভলী, উপজেলা যুবলীগের যুগ্ন-সম্পাদক জাকির হোসেন জুয়েল, পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ইঞ্জিনিয়ার দুলাল আহম্মেদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল খালেক পিয়াস ওতালম ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক।
শরীফ আহমদ ইন্না (সিরাজগঞ্জ), সম্পাদনা: জাহিদ