
ইয়াছিন রানা: শেখ হাসিনার সরকার নারী ও শিশু সুরক্ষায় অঙ্গীকারাবদ্ধ এবং ন্যায়ের শাসনে বদ্ধপরিকর বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ।
তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধে নারী ও শিশুদের নির্যাতন করেছিল, যারা গর্ব করে বলত যে কেউ আমাদের গায়ে আচড়ও দিতে পারবে না, সে সকল রাজাকারদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন তিনি বঙ্গবন্ধুর কন্যা এবং তার সরকার নারী ও শিশু সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ।
বুধবার সকালে আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে “ম্যানেজিং ভায়োলেন্স এগেইনস্ট উইমেন এন্ড চিলড্রেন” শীর্ষক ওয়েব বেইজড অ্যাপ্লিকেশন উদ্বোধন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কাছে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে শিশু ও নারী উন্নয়নে বঙ্গবন্ধু অবদানের কথা উল্লেখ করে সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ৭২-এর সংবিধানের ১৭ অনুচ্ছেদে নারী-পুরুষের সম-অধিকার সংরক্ষিত করে গেছেন, সেই সাংবাধিানিক দায়িত্ব সরকারের পক্ষ থেকে সঠিকভাবে পালন করতে একটি ডিজিটাল ব্যবস্থাপনা হলো এই ওয়েব বেইজড অ্যাপ্লিকেশন প্লাটফর্ম।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব, নারী ও শিশু নির্যাতনে যার হৃদয় কাঁদে, যিনি নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ করেন এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম, আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরী প্রমূখ বক্তব্য রাখেন।
সম্পাদনা: সাইফুল ইসলাম