
মানিকগঞ্জ: আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ডা: দিপু মনি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখন শুধু একটি দেশের সফল নেতাই নন, তিনি বিশ্বের বরেণ্য একজন নেত্রী। আওয়ামী লীগ ও দেশের জন্য তিনি তার সর্বস্ব ত্যাগ করেছেন।
বুধবার দুপুরে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা: দীপু মনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আগামী নির্বাচনে নৌকার জয়লাভ নিশ্চিত করতে এখন থেকেই কাজ করতে হবে। বিএনপি-জামায়াত জোটের ধ্বংসাত্মক রাজনীতির চিত্র সাধারণ মানুষের নিকট তুলে ধরতে হবে। তাহলেই আগামী নির্বাচনে নৌকার জয়লাভ অনেকটা নিশ্চিত হবে।’
তাই এখন থেকে নিজেদের মধ্যে সুসংগঠিত হয়ে নৌকার জয়লাভের জন্যে একত্রিত হয়ে কাজ করে যাওয়ার জন্য সকল নেতাকর্মীর প্রতি আহবান জানান দীপু মনি।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে এ সময় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল। সভায় আরো উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ -২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, মানিকগঞ্জ -১ আসনের সঙসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, জেলা আাওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিনসহ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত সকল জনপ্রতিনিধিরা।
প্রতিবেদক: শাহজাহান বিশ্বাস, সম্পাদনা: ইয়াসিন