
ডেস্ক: চলতি বছরে কয়েকজন তারকার মৃত্যুতে বিমর্ষ হয়ে পড়েছেন সংগীতশিল্পী জাস্টিন বিবার। আর তাই নিজের শেষকৃত্য করার জন্য বেস বড় ধরনের পরিকল্পনা নিয়েছেন তিনি।
ডেভিড বোই ও প্রিন্সের মৃত্যুর পর নিজে বেঁচে থাকা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন গ্রামি অ্যাওয়ার্ড বিজয়ী তারকা।
যুক্তরাজ্যের ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, বিবার এরই মধ্যে তার সব উইল (যার মূল্য ২৩৮ মিলিয়ন মার্কিন ডলার) একত্র করেছেন। এছাড়া নিজের শেষকৃত্যের অনুষ্ঠানের পরিকল্পনা করছেন।
নিজের সমাধির ওপর একটি সৌরচালিত ভিডিও স্ক্রিন স্থাপন করতে চান বিবার। নিজের শেষকৃত্যের পরিকল্পনার মধ্যে ত্রিমাত্রিক হলোগ্রাম পরিবেশনার মতো অমর হয়ে থাকার দিকটিও রেখেছেন তিনি।
বিবারের এমন পরিকল্পনায় তার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এর মধ্যে আছেন তার সাবেক ম্যানেজার প্যাটি মেলেটিও। তবে প্রথমদিকে বিবারের এমন পরিকল্পনা বেশ হেসে উড়িয়ে দিয়েছিলেন প্যাটি। কিন্তু এখন তিনি বুঝতে পেরেছেন, বিবার সত্যিই এমনটি পরিকল্পনার করছেন। সূত্র: আইএএনএস।
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ