
ঢাকা: নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৮তম জন্মদিন উপলক্ষে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে চলছে তিন দিনব্যাপী উৎসব। ঢাকা থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার, সেলিম আল দীন ফাউন্ডেশন ও শিল্পকলা একাডেমি যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই আয়োজনের শুক্রবার ছিলো দ্বিতীয় দিন। শনিবার শেষ হবে তিনদিনের এই আয়োজন।
‘তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ’ শিরোনামে চলমান এ উৎসবের দ্বিতীয় দিনে একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের নাটক ‘কারবালার জারি’। মীর মশাররফ হোসেনের রচনা থেকে প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ।
শনিবার উৎসবের সমাপনী দিনের সন্ধ্যায় একই ভেন্যুতে পরিবেশিত হবে ‘পুতুল তোমার জনম কি রূপ’ শীর্ষক সেলিম নাট্যমঞ্জুরি। ঢাকা থিয়েটার পরিবেশিত প্রযোজনাটিতে এক চরিত্রাংকন করবেন শিমুল ইউসুফ।
প্রতিবেদন: শিপন আলী, সম্পাদনা: সাইফুল ইসলাম